সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন শশী থারুর

সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর।  টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?” এ ধরনের বক্তব্যের পেছনে কারো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন থারুর। একই সঙ্গে বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় ভারতের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন শশী থারুর

সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। 

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?”

এ ধরনের বক্তব্যের পেছনে কারো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন থারুর।

একই সঙ্গে বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় ভারতের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow