চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে তিন কনটেইনার খুলে ৬০ হাজার ৪৮০ কেজি ঘনচিনি জব্দ করেছেন কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। চীন থেকে ‘সোডা অ্যাশ’ নামের রাসায়নিক পদার্থের নাম দিয়ে এই ঘনচিনি এনেছেন ঢাকার এক আমদানিকারক। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় চট্টগ্রাম কাস্টমস। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির।
কাস্টমস সূত্রে জানা যায়, সোডিয়াম সাইক্লামেট বা... বিস্তারিত