সোনমের ঘরে আসছে নতুন অতিথি

বি-টাউনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল সোনম কাপুর ফের দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটালেন অনিল-কন্যা নিজেই। বছরের শেষ প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একাধিক ছবি প্রকাশ করে তিনি নিশ্চিত করলেন সেই বহুদিনের প্রতীক্ষিত সুখবর।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত সে ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও ম্যাচিং টপে দেখা যায় সোনমকে। দু’হাতে স্নেহ ভরে আগলে রেখেছেন তার স্ফীতোদর। আর ছবির ক্যাপশনে লিখেছেন কেবলমাত্র একটি শব্দ—‘মা’, যা মুহূর্তেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। স্ত্রীর এই বিশেষ মুহূর্তে উচ্ছ্বাস লুকাননি স্বামী আনন্দ আহুজাও। মন্তব্যঘরে খুনসুটি করে তিনি লিখেছেন—‘এবার দ্বিগুণ ঝামেলা’। অন্যদিকে আবার পরক্ষণেই স্ত্রীর প্রতি ভালোবাসা ছড়িয়ে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’ সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বর্তমান বয়স মাত্র তিন বছর। মা হওয়ার পর থেকেই অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। মূলত মাতৃত্ব ও সন্তানকে সময় দেওয়ার জন্যই বিরতি নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ সিন

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

বি-টাউনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল সোনম কাপুর ফের দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটালেন অনিল-কন্যা নিজেই। বছরের শেষ প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একাধিক ছবি প্রকাশ করে তিনি নিশ্চিত করলেন সেই বহুদিনের প্রতীক্ষিত সুখবর। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত সে ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও ম্যাচিং টপে দেখা যায় সোনমকে। দু’হাতে স্নেহ ভরে আগলে রেখেছেন তার স্ফীতোদর। আর ছবির ক্যাপশনে লিখেছেন কেবলমাত্র একটি শব্দ—‘মা’, যা মুহূর্তেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

স্ত্রীর এই বিশেষ মুহূর্তে উচ্ছ্বাস লুকাননি স্বামী আনন্দ আহুজাও। মন্তব্যঘরে খুনসুটি করে তিনি লিখেছেন—‘এবার দ্বিগুণ ঝামেলা’। অন্যদিকে আবার পরক্ষণেই স্ত্রীর প্রতি ভালোবাসা ছড়িয়ে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বর্তমান বয়স মাত্র তিন বছর। মা হওয়ার পর থেকেই অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। মূলত মাতৃত্ব ও সন্তানকে সময় দেওয়ার জন্যই বিরতি নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন সোনম কাপুর। 

২০২৩-এর পর আর নতুন করে কোনো সিনেমার ঘোষণা না দিয়ে অনেকটাই অন্তরালে চলে গিয়েছিলেন সোনম। 

দীর্ঘবিরতির পর, দ্বিতীয়বারের মতো মাতৃত্বের খবর প্রকাশের ছবিগুলো দিয়ে ফের একবার আলোচনায় আসেন সোনম। ভক্তরাও তাকে প্রতিনিয়ত ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow