সোনা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি আটক

1 month ago 17

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরের দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫তম ব্যাটেলিয়নের সদস্যরা ৪টি সোনার বারসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

জব্দকৃত সোনার ওজন ৪৭৩ গ্ৰাম, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৫৬ হাজার রুপি।

এ সব সোনা অভিযুক্ত ব্যক্তি তার শরীরে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিলেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার সময় পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের রুটিন তল্লাশি সময় একজন বাংলাদেশি নাগরিকের গতিবিধি দেখে বিএসএফের সন্দেহ হয়। পরে তাকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করাতেই তার শরীরের কিছু ধাতব পদার্থ লুকিয়ে রাখার ইঙ্গিত মেলে।

সঙ্গে সঙ্গে বিএসএফের সদস্যরা সেই বাংলাদেশি নাগরিককে টার্মিনালের টয়লেটে নিয়ে যাওয়া হয়। পরে তার মলদ্বার থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর ১১৮তম ব্যাটেলিয়ান বর্ডার ফাঁড়ি বোলতলার সদসরা একটি এয়ার পিস্তল, ৪ টি এয়ার রাইফেল, একটি এয়ারগান ব্যারেল ও ৯ প্যাকেট এয়ার পেলেট জব্দ করে।

অবৈধ সোনাসহ অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন কৃষক এবং বেশি উপার্জনের লোভে পাচারে জড়িয়ে পড়ে।

অভিযুক্ত ব্যক্তি আরও জানিয়েছে, কলকাতার বড় বাজারে পৌঁছানোর পরে তাকে এই সোনার বারগুলো অপরিচিত ব্যক্তির হাতে তুলে দিতে বলা হয়েছিল। যার জন্য তিনি ৪০ হাজার রুপি পেতেন। কিন্তু আইসিপি পেট্রাপলে বিএসএফ সদস্যরা তাকে চারটি সোনার বারসহ ধরে ফেলে।

আটক বাংলাদেশি নাগরিক ও জব্দকৃত সোনা শুল্ক ভিভাগ, পেট্রাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিডি/এমএসএম

Read Entire Article