সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

3 hours ago 3

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘মুট কোর্ট সোসাইটি (এসইউএমসিএস)’-এর উদ্যোগে আদালত-চর্চা বা ‘মুটিং’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় আইন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনি জ্ঞান বৃদ্ধি, যুক্তিতর্ক উপস্থাপনের কৌশল শেখানো এবং আদালতে বক্তব্য প্রদানের দক্ষতা উন্নয়নে সহায়তা করা।

কর্মশালার প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ সরকারের উপ-অ্যাটর্নি জেনারেল মো. এরশাদুল বারী খান্ডকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মুটিং কেবল একাডেমিক চর্চা নয়; এটি ভবিষ্যৎ আইনজীবীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণ ক্ষমতা ও পেশাগত নৈতিকতা গঠনের অন্যতম মাধ্যম।’ নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।

স্বাগত বক্তব্যে প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, বলেন, ‘মুটিং শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা ও যুক্তি উপস্থাপনের দক্ষতা তৈরি করে, যা ভবিষ্যতের পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. নাদির খান, লিগ্যাল কনসালট্যান্ট, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি বলেন, ‘শ্রেণিকক্ষের বাইরে আদালতের বাস্তব অভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। এই অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।’

সমাপনী বক্তব্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শারমিন জাহান রুনা শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

কর্মশালাটি সমন্বয় করেন মো. সাগর হোসেন, মডারেটর, সোনারগাঁও ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (এসইউএমসিএস)। তাঁর নেতৃত্ব ও নিষ্ঠার ফলেই কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অতিথিদের দিকনির্দেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। সোনারগাঁও ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির এ আয়োজন আইনি শিক্ষায় অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ পদ্ধতির বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।

Read Entire Article