সোনারগাঁয়ে কোম্পানিকা সেতু রক্ষার দাবি

3 months ago 41

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্য কীর্তি কোম্পানিকা সেতু সংস্কার ও সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনে এ মানববন্ধন হয়। এ কর্মসূচির উদ্যোগ নেয় সোনারগাঁ ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটি।

কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তারা বলেন, সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব প্রত্মসম্পদের মধ্যে কোম্পানিকা সেতু অন্যতম। যেটি স্থানীয়ভাবে `পিঠাওয়ালী ব্রিজ' নামে পরিচিত। এ প্রাচীন সেতুটি যথাযথ সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে।

বক্তারা আরও বলেন, সেতুটির দুই প্রান্তে বিকল্প সড়ক তৈরি করা হলেও এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সেজন্য সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে। এর বেশির ভাগ অংশ ধসে পড়েছে। তাই অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী প্রমুখ।

মো. আকাশ/জেডএইচ/এএসএম

Read Entire Article