সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

1 hour ago 3

বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হয় তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে তুলে ধরতে পারব। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

সম্মিলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Read Entire Article