সোমবার আসছেন হামজা, দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলাররা

3 months ago 67

২০২০ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ১৩ ও ১৭ নভেম্বর হওয়া সেই ম্যাচের দীর্ঘ প্রায় ৫৫ মাস পর এই স্টেডিয়ামে আরেকটি প্রীতি ম্যাচ দিয়ে ফিরছে ফুটবল। ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

এই দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের মাঠের অনুশীলন শুরু হয়েছে শনিবার। প্রথম দিনের অনুশীলন হওয়ার কথা ছিল ঢাকা স্টেডিয়ামেই। তবে বৈরি আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে অনুশীলন সরিয়ে নেওয়া হয়েছিল কিংস অ্যারেনায়। রোববার বিকেলে ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। তবে অনুশীলনের পুরোটাই ছিল ক্লোজ-ডোর।

রোববারের এই অনুশীলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুতে পা পড়লো ফুটবলারদের। ঘণ্টাদেড়েকেরও বেশি শিষ্যদের অনুশীলন করিয়েছেন ক্যাবরেরা।

যে ২৬ জনকে কোচ প্রাথমিক দলে ডেকেছেন, তাদের মধ্যে ২৪ জন নিয়ে শুরু হয়েছে অনুশীলন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী ক্যাম্পে যোগ দেবেন সোমবার। সকাল সাড়ে ১০টায় হামজা বাংলাদেশে আসবেন। পরের দিন আসবেন কানাডা প্রবাসী শামিত সোম।

এই দুই তারকা ফুটবলার আসলেই পূর্ণতা পাবে ক্যাবরেরার ক্যাম্প। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন। তিনি ঢাকায় এসেছেন ২৮ মে। ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচে শামিত খেলবেন না। হামজা খেলবেন কিনা, সেটা নির্ভর করছে তার ওপর। তবে যতটুকু জানা গেছে, পুরো সময় না হলেও কিছু সময়ের জন্য হামজাকে নামাতে পারেন ক্যাবরেরা।

আরআই/এমএমআর/জিকেএস

Read Entire Article