সারাদেশে গরম বেড়েছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ৩৬ ডিগ্রি হলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আগামীকাল সোমবার দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
এছাড়া কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলে হয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এ সপ্তাহের শেষের দিকে দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।
আরএএস/এমআরএম/জেআইএম