সৌদি আরবে এক সপ্তাহে আরও ২৩ হাজার গ্রেফতার

2 hours ago 4

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে আরও ২৩ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে প্রায়ই এ ধরনের অভিযান চালিয়ে হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সৌদি আরবজুড়ে অভিযান চালিয়ে ২৩ হাজার ৮৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আবাসিক আইন ভঙ্গের জন্য ১৬ হাজার ৬৪৪ জন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের জন্য যথাক্রমে তিন হাজার ৮৯৬ ও তিন হাজার ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাছাড়া নিরাপত্তা বাহিনী আরও এক হাজার ৪৩২ জন ব্যক্তিকে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আটক করেছে। আটককৃতদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপীয় নাগরিক, ২৯ শতাংশ ইয়েমেনি ও বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে,১৩ জনকে আটক করা হয়েছে পরিবহন, আশ্রয় বা অনিবন্ধিত ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে আইন লঙ্ঘনের জন্য।

এদিকে এই সপ্তাহ পর্যন্ত দেশটিতে ৩৯ হাজার ৯৭৬ জন প্রবাসী (৩৬ হাজার ৩০৭ জন পুরুষ ও ৩ হাজার ৬৬৯ জন নারী) আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে ৩২ হাজার ৮২৫ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২ হাজার ৩১১ জনকে তাদের প্রস্থানের ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ হাজার ৩৩১ জনকে ফেরত পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যারা আইন লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহায়তা করবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যে কোনো যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

 

 

Read Entire Article