সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন‍্য ভাড়া নির্ধারণ

4 hours ago 5

সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন‍্য ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে ঢাকা-কলালামপুর রুটে একক যাত্রায় ২৮ হাজার ১৭৮ টাকা ও ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকায় যাওয়া যাবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই ভাড়া চালু হয়েছে; চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এ তথ্য জানায়।

গত ২২ জানুয়ারি বিমানের ব‍্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমানভাড়া কমানোর দাবি জানিয়েছিল আটাব। এ দাবির পরিপ্রেক্ষিতে সৌদি ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন‍্য নতুন ভাড়া নির্ধারণ করলো বিমান।

তবে এ জন্য শুধু বৈধ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি দ্বারা ভিসা-প্রমাণপত্রের বিপরীতে ‌‘নতুন কাজের ভিসা ধারকদের’ পক্ষে টিকিট ইস্যুর জন্য প্রযোজ্য। শ্রমিক ভাড়া শুধু একমুখী টিকিট ইস্যু করার জন্য বৈধ। এর সঙ্গে ট্যাক্স যোগ হবে। আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ এবং অন্যান্য শর্ত ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে।

আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমানভাড়া কমাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল আটাব। আজ বিমান সেই দাবি মেনে নিয়েছে। তারা চিঠির মাধ্যমে আটাবকে এ তথ্য নিশ্চিত করেছে। এখন থেকে নতুন শ্রমিকরা কম খরচে এ দুটি দেশে যেতে পারবেন।

এমএমএ/বিএ

Read Entire Article