সৌদির সঙ্গে বিমান চলাচল সহযোগিতা বাড়াতে বেবিচক চেয়ারম্যানের আলোচনা

2 months ago 5

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলসংক্রান্ত সহযোগিতা জোরদার করতে ফলপ্রসূ আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া আলোচনায় অংশ নেন।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও সুদৃঢ় করতে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই দেশের প্রতিনিধি।

এছাড়াও বিমান চলাচল খাত ও বিমানবন্দর সম্পর্কিত দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী পরিচালক। 

Read Entire Article