স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো হাঙ্গেরি

4 months ago 40

শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ-এ-তে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে তারা। অপরদিকে এক ড্র আর দুই হারে ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্কটল্যান্ডের।

জার্মানির স্টুটগার্ট অ্যারেনায় বল দখলে এগিয়ে ছিল স্কটল্যান্ড। তবে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল হাঙ্গেরি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলর দেখা পাচ্ছিল না কোনো দল। অবশেষে ১০০ মিনিটে কেভিন সোবোথের গোলে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় হাঙ্গেরি।

এবারের ইউরোর ৬ গ্রুপের প্রতিটির প্রথম দুই দল শেষ ষোলোতে খেলবে। সে হিসেবে প্রথম ধাপে ১২ দল নকআউট পর্বে কোয়ালিফাই করবে। আর তৃতীয়স্থানে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করা ৬ গ্রুপের ৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা সেরা ৪ দল খেলবে দ্বিতীয় ধাপে কোয়ালিফাই করতে শেষ ষোলোতে। সে হিসেবে আশা বেঁচে আছে হাঙ্গেরির।

আগামী তিন দিনের মধ্যে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হবে। তখণই নিশ্চিত হওয়া যাবে, হাঙ্গেরি শেষ ষোলোতে খেলতে পারবে কিনা।

এমএইচ/

 

Read Entire Article