স্কাই ফোর্সের ঝলকে মুগ্ধ অক্ষয় প্রেমীরা

2 weeks ago 12

সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ট্রেলার। এতে অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। খবর : বলিউড হাঙ্গামা

ট্রেইলারে একটি তীব্র আকাশযুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে পুরো সময় স্ক্রিনে অভিনয়ের জাদু দেখিয়েছেন অক্ষয়।

সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী এয়ারস্ট্রাইকভিত্তিক চলচ্চিত্র হতে চলেছে।

এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন সারা আলী খান, যাকে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন চরিত্রে। এছাড়া, এই সিনেমার মাধ্যমে অভিনেতা বীর পাহাড়িয়ারও সিনেমা জগতে অভিষেক ঘটছে।

‘স্কাই ফোর্স’-এ আরও অভিনয় করেছেন নিমরৎ কৌর ও শারদ কেলকারের মতো প্রতিভাবান তারকারা। সিনেমাটি ভারতের সশস্ত্রবাহিনীর বীর যোদ্ধাদের সম্মানে নির্মিত হয়েছে ।

এ বিষয়ে ম্যাডক ফিল্মসের প্রতিষ্ঠাতা দিনেশ ভাইজান বলেন, ‘এটি আমাদের জাতির ইতিহাসের এক অজানা অধ্যায়ের গল্প,  যা ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মাধ্যমে।’

তবে এ সিনেমার মাধ্যমে অক্ষয় তার ক্যারিয়ারের ফ্লপ অধ্যায়ের ইতি টেনে আবারও হিট ছবির দিকে প্রত্যাবর্তন করবেন বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

Read Entire Article