স্কুলছাত্রকে মাটিতে পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ

2 weeks ago 8

ফরিদপুরে এক স্কুলছাত্রকে রাতের আঁধারে ধরে নিয়ে মারপিটের পর মাটি খুড়ে জ্যান্ত পুতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের আলীপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ওই ছাত্রের পরিবার। ওই স্কুলছাত্রের নাম জিহাদ মাতুব্বর (১৩)। সে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

তার বাবা ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর বলেন, শনিবার রাতে ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বখাটে কিশোররা জিহাদকে ধরে বেদম মারপিট করে। পরে একটি কবরস্থানে নিয়ে কবর খুড়ে জ্যান্ত পুতে হত্যার চেষ্টা করে। এসময় তারা জিহাদকে পাঁচ লাখ টাকাও নিয়ে আসতে বলে।

এ ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ জিহাদকে মারতে মারতে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে একটি কবরস্থানে। সেখানে পৌঁছে আবারও তাকে মারতে মারতে এক তরুণকে কোদাল দিয়ে গর্ত খুড়তে দেখা যায়।

জিহাদের মা মারিয়া আকতার বলেন, আমার ছেলে ভয়ে বাড়ি এসে বমি করে। রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখনো সে ভয়ংকর স্মৃতির ট্রমায় আক্রান্ত।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জিহাদ বলে, কদিন আগে তার চাচাতো ভাইদের বাড়ির পেছনে নদীর পাড়ে জড়ো হয়ে শোরগোল করতে থাকা একদল কিশোরের কাছে সেখানে কারা উঁচু স্বরে কথা বলছে জানতে চাওয়া হয়েছিল। এজন্য ওইদিন সন্ধ্যায় প্রথমে আমাকে মারপিট করা হয়।

এ ঘটনায় তার বাবা মোস্তাক মাতুব্বর বাদী হয়ে রোববার রাতে কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় সিফাত (২৪), মাসুম (২৩), মারুফ (২০), আরাফাত (২০), সজল (২২), সাকিলসহ (১৯) আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং রাতেই জড়িতদের গ্রেফতারে পুলিশ একাধিক অভিযানও চালিয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

Read Entire Article