রাজশাহীতে বাসচাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার বানিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বানিয়াপাড়ার শান্ত ইসলাম (৪৫) ও তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকার কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শংকার কুমার বিশ্বাস বলেন, বাবার একটি ও মেয়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, সম্প্রতি শান্ত বিদেশ থেকে দেশে ফিরেছেন। সকালে শান্ত তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাবা-মেয়ে বাসের নিচে চাপা পড়েন। এতে বাবা ও মেয়ের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন।
ওসি আরও বলেন, এই ঘটনার পর বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরে বাসটি পুলিশ জব্দ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম