স্টেশন মাস্টারকে মারধর করা সেই স্বামী-স্ত্রী কারাগারে

3 months ago 36

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) ও তার স্ত্রী মহিমা বেগম (৩০)।

রোববার (১৫ জুন) আসামিদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশনমাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুসির ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

পরে অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

আনোয়ার আল শামীম/এএইচ/এএসএম

Read Entire Article