স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

4 days ago 8

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারেও যথাযথ ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা অর্জন করা। যেন তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুচ মিয়া নবীন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালনের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য ড. ফারহানাজ ফিরোজ, ইমিরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন প্রমুখ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষিক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সঞ্চালনা করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অভিনেত্রী জিনাত শানু স্বাগতা ও নাট্যনিমার্তা শহীদ উন-নবী।

এএএইচ/এমকেআর/জিকেএস

Read Entire Article