স্ট্রেচারে আধখোলা চোখে শোয়া রোগী শামসুল আলম। ৭০ বছর বয়সী শামসুল আলম এসেছেন জামালপুর থেকে। তার ছেলে শহিদুল আলম জানান, জমিতে কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলেন। কাঁধে ব্যথা পেয়েছেন, এরপর থেকে তিনি উঠে বসতেও পারছেন না। শুরুতে অল্প কিছু খায়, ঠিকমতো কথাও বলতে পারেন না। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, চিকিৎসক জানিয়েছেন, ‘বাবা স্ট্রোক করেছেন’। আজ এখনে নিয়ে এসেছি, সিটিস্ক্যান করিয়েছিল, কাল আবার আসতে হবে।... বিস্তারিত

10 hours ago
7









English (US) ·