স্ত্রী চলে গেছে আতাউরের সঙ্গে, শোকে জুয়েলের বিষপান
নাটোরের বাগাতিপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে জুয়েল রানা (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ১নং পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাসখানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তারকে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফসলে দেওয়া কীটনাশক পান করেন। পরে তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাস এবং তার শারীরিক অসুস্থতা দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে জুয়েল মারা যান।
জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দুজন নিকৃষ্ট। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দিল না। এদের কঠিন শাস্তি হোক- এটাই আমার চাওয়া।’
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।