স্ত্রী, মেয়েসহ এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

3 months ago 75

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যাসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ মে) এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, কন্যা নন্দিতা সুর চৌধুরী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় দেশের আর্থিক খাতে সমালোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে সংস্থাটি। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। গত জানুয়ারিতে এস কে সুরকে গ্রেফতার করা হয়।

এসএম/এএমএ/জেআইএম

Read Entire Article