স্ত্রী-সন্তানসহ সৌদিপ্রবাসী মনিরের মৃত্যু, বাসার তত্ত্বাবধায়ক আটক

2 months ago 10

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে এক স্বামী-স্ত্রী ও তাদের ছেলের মৃত্যুর ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রোববার (২৯ জুন) রফিকুল ইসলামকে আটক করে রমনা থানা পুলিশ।

আটক রফিকুল ইসলাম মারা যাওয়া সৌদিপ্রবাসী মনির হোসেনের কেরানীগঞ্জের পাঁচতলা ভবনের তত্ত্বাবধায়ক।

এদিকে সোমবার (৩০ জুন) ঢাকা মেডিকেল কলেজে ওই তিনজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। বিকেলে তাদের স্বজনেরা মরদেহ নিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বলছে, খাবারের বিষক্রিয়ায় আধা ঘণ্টার মধ্যে তিনজনের মারা যাওয়ার কথা নয়। প্রাথমিক তদন্তে তাদের কাছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। রফিকুল বাইরে থেকে আনা খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়ে দিয়েছিলেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে রফিকুল ওই আবাসিক হোটেলের পাশের একটি দোকান থেকে তিনজনের জন্য খাবার এনেছিলেন বলে জানান।

উল্লেখ্য, গত শনিবার সৌদিপ্রবাসী মনির হোসেন  (৪৮) ও তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) তাদের প্রতিবন্ধী ছেলে নাঈম হোসেনের (১৮) চিকিৎসার জন্য গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন। ওই দিন বিকেলে মগবাজারের ‘সুইট স্লিপে’ উঠেছিলেন তারা। রাতে পাশের একটি রেস্তোরাঁ থেকে তাদের খাবার এনে দেন মনির হোসেনের কেরানীগঞ্জের বাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল। অসুস্থ হয়ে পরদিন রোববার দুপুরে তিনজনের মৃত্যু হয়। তাদের বাড়ি রামগঞ্জ  উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে।

Read Entire Article