স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

1 month ago 16

ফরিদপুরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি যৌতুকের জন্য রয়েল মন্ডল তার স্ত্রীকে মালিনাকে মারধর করেন। খবর পেয়ে মালিনার বাবা আ. রহিম তাকে আনতে পরানপুর গ্রামে যান। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামিরা মালিনাকে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

এ সময় ডাক চিৎকারে আশপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে মারা যায় মালিনা। এ ঘটনায় নিহতের বাবা আ. রহিম খাঁ কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রায় দিয়েছেন। তিনজন খালাস দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article