স্ত্রীর কাছে পুলকিতের আবদার

2 months ago 5

বলিউডে প্রেম আর প্যাশনের গল্প নতুন কিছু নয়, তবে যখন বাস্তব জীবনের প্রেম মিশে যায় রিল লাইফের উত্তেজনায়, তখন তৈরি হয় এক অন্য রকম ম্যাজিক। সম্প্রতি এমনই এক প্রেমময় মুহূর্ত উপহার দিয়েছেন অভিনেতা পুলকিত সম্রাট ও অভিনেত্রী কৃতী খারবান্দা। এই নবদম্পতি যাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখে মুগ্ধ নেটদুনিয়া।
এই সপ্তাহে মুক্তি পেয়েছে রানা দাগ্গুবতি অভিনীত জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘রানা নাইডু’ সিজন ২-এর টিজার। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রানা নন বরং নজর কেড়েছেন কৃতী খারবান্দা। যিনি এই সিজনের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন। সাহসী ছোট চুলের লুকে তাকে দেখে যেমন দর্শকরা চমকে গেছেন, তেমনি এক চমৎকার প্রতিক্রিয়া এসেছে তার স্বামী পুলকিত সম্রাটের কাছ থেকেও।

টিজার দেখে পুলকিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে মিষ্টি এক পোস্টে স্ত্রীর নতুন লুকের প্রশংসা ও আবদার করে লেখেন, আমরা কি আর কিছুদিন ছোট চুল রাখতে পারি? অনেক সুন্দর ও লাস্যময়ী লাগছে। 
এই মন্তব্য নিমিষেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, আর অনেকেই একে বলছেন, সবচেয়ে সুন্দর প্রেমিক এমনই হয়। ভক্তদের চোখে এই দম্পতির রসায়ন যেন সিনেমার প্রেম কেও হার মানায়।

জানা যায়, কৃতীর চরিত্রটি শুধু সিরিজে একটি নতুন মাত্রা যোগ করবে না, বরং এটি তার ও রানা দাগ্গুবতির দ্বিতীয় অনস্ক্রিন জুটি। এর আগে তারা একসাথে কাজ করেছিলেন ‘জয়া জানকী নায়কা’ ছবিতে।
প্রথম সিজনের সাফল্যের পর এবার সিজন ২-এ গল্পটি  আরও গাঢ় ও রহস্যময় হতে চলেছে । আর এ সিজনে কৃতীর উপস্থিতি যেন এক চমকপ্রদ সংযোজন।

এদিকে, পুলকিতও নিজস্ব ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তিনি শীঘ্রই হাজির হবেন ‘গ্লোরি’, ‘সুস্বাগতম’, খুশমাদিদ’ ও ‘রাহু কেতু’-র মতো প্রজেক্টে।

Read Entire Article