স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্বামী নিহত

2 months ago 27

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান ফরিদুল।

বুধবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলাম। তাদের সঙ্গে আরও দুজন ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন পরিবর্তন করে ঢাকামুখী লেনে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল।

এসময় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, সুলতানার বাবার বাড়ি মানিকগঞ্জ জেলার ধানকোড়া গ্রামে। সুলতানার মরদেহ তার বাবার বাড়ি দাফনের জন্য আনার সময় বালিথা এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় সুলতানার স্বামীও নিহত হন।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস

Read Entire Article