স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

2 months ago 26

ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়ি (অ্যাম্বুলেন্স) করে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত স্ত্রীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article