স্থানীয় প্রকল্পের পাওনা ডলারে পরিশোধ করা যাবে

3 months ago 41

স্থানীয় প্রকল্প সংশ্লিষ্ট যেকোনো পাওনা এখন থেকে মার্কিন ডলারে পরিশোধ করা যাবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিড বন্ড, পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টির বিপরীতে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডলার ইস্যু করতে পারবে।

তবে কোনো প্রকল্প বাতিল বা স্থগিত হলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পাওনা পরিশোধ করতে হবে স্থানীয় মুদ্রা অর্থাৎ টাকায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এডি ব্যাংকগুলো টেন্ডার বা দরপত্রের দলিল যাচাই করে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) পদ্ধতিতে ডলারে এই পরিশোধ সম্পন্ন করবে। বিশেষভাবে, স্থানীয় অংশীদার ও বিদেশি অংশীদারদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ভেঞ্চার বা সমবায় প্রকল্পের ক্ষেত্রে ডলারে পরিশোধ নিশ্চিত করতে হবে।

ইএআর/কেএএ/

Read Entire Article