স্থানীয়সহ সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার পক্ষে বদিউল

2 weeks ago 16

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, অনেকেই আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসে নিজেকে সম্মানিত বোধ করেছেন। তারা বলেছেন এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে।

তিনি বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করারও আহ্বান জানিয়েছেন তারা।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততদিন আমরা সংস্কার প্রস্তাব নেবো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।

তিনি বলেন, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের জন্য অন্যভাবে নির্বাচনের সুপারিশ এসেছে। সবাই দাবি করেছেন স্থানীয় সরকার যেন শক্তিশালী হয়। তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের জীবনমান উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য জাতীয় সংসদের মতো স্থানীয় নির্বাচনেও যেন ভালো ব্যক্তিরা আসতে পারেন। যার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হবে, সে কথা বলেছেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস প্রমুখ।

এমওএস/কেএসআর/জেআইএম

Read Entire Article