স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জবির আয় ১২ কোটি টাকা

2 months ago 4

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ১২ কোটি টাকা।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জাগো নিউজকে এই তথ্য জানান।

এদিন বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ অর্থবছরের ২৯৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২তম সিন্ডিকেট সভায় এই বাজেট পাস হয়।

অধ্যাপক ড. সাবিনা শরমীন জাগো নিউজকে বলেন, এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং অন্যান্য খাত মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি টাকা। স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বেড়েছে, অন্যদিকে বিশাল পরিমাণ রাজস্ব আয় হয়েছে। এই অর্থ পরবর্তীতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে ব্যবহার করার সুযোগ তৈরি করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্বভাবে ভর্তি পরীক্ষা নেওয়াটা ছিল আমাদের জন্য একটি সাহসী পদক্ষেপ। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে তা বাস্তবায়ন করতে পেরেছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের সম্মান যেমন বেড়েছে তেমনি রাজস্ব আয়ের নতুন দিকও উন্মোচিত হয়েছে। এই অর্থ আমরা শিক্ষার্থীদের বৃত্তি, প্রযুক্তিগত উন্নয়ন এবং একাডেমিক সুবিধা বাড়াতে ব্যবহার করব।

টিএইচকিউ/এএমএ/জেআইএম

Read Entire Article