স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল চবি

17 hours ago 6

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী ১ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার প্রতিটি ইউনিট ও উপ-ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা। অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে। এবারেও থাকছে সেকেন্ড টাইম (দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ)। 

বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট বা উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফিসহ) ১ হাজার টাকা মাত্র। ভর্তিচ্ছুদের চবির ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা : আগামী ১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে, ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদনের যোগ্যতা : বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। সে হিসেবে এবার সেকেন্ড টাইম থাকছে। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

পরীক্ষার কেন্দ্র : ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্র বা কেন্দ্রসমূহে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোনো বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে।

নতুন উপ-ইউনিট : আরবি সাহিত্য, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে ‘বি-২’ নতুন উপ-ইউনিট গঠিত হয়েছে। তবে এসব বিভাগগুলো পূর্বের ন্যায় কলা ও মানববিদ্যা অনুষদের অন্তর্ভুক্ত থাকবে।

আবেদন সংশোধন : ১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন (প্রযোজ্য ক্ষেত্রে) করা যাবে। অনলাইনে ভর্তির আবেদনপত্রে ও পরবর্তীতে যেকোনো প্রকার সংশোধনী (প্রতিবার) বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি (প্রতিবার) নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে পাওয়া যাবে। 

ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়/হেল্প ডেস্ক/হটলাইনের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম-নীতি পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, সংযোজন ও বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১ মার্চ, ‘বি’ ইউনিটের ৮ মার্চ, ‘সি’ ইউনিটের ১৫ মার্চ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

Read Entire Article