স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

1 week ago 11
এশিয়া কাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল পড়েছে অস্বস্তিকর এক পরিস্থিতিতে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, অথচ এখনো তাদের জার্সিতে নেই কোনো মূল স্পনসরের নাম! ড্রিম ১১ সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সঙ্গে চুক্তি বাতিল করায় এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর বাধ্য হয়ে ২০২৬ পর্যন্ত চলা ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি থেকে সরে দাঁড়ায় সংস্থাটি। বিসিসিআই এরই মধ্যে নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে দলীয় স্পনসরশিপের জন্য আবেদন আহ্বান করেছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো নথি কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর। অথচ ৯ সেপ্টেম্বরই পর্দা উঠছে এশিয়া কাপের। এর আগে ২০১৯ সালে হঠাৎ করেই ওপ্পো চুক্তি থেকে সরে দাঁড়ায়। তাদের জায়গায় আসে শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুস। পরবর্তীতে ২০২৩ সালে ড্রিম ১১ মূল স্পনসর হয়। তবে এবার নতুন নিয়মে মদ, বেটিং, ক্রিপ্টো, তামাক কিংবা ‘অশ্লীলতাকে উৎসাহিত করে’ এমন কোনো ব্র্যান্ডকে বিড করার সুযোগ দিচ্ছে না বিসিসিআই। ভারতের এবারের এশিয়া কাপ অভিযানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে থাকবে দল। ১০ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর সবচেয়ে বড় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ সেপ্টেম্বর দুবাইতে। নতুন স্পনসর পাওয়ার আগেই যদি মাঠে নামতে হয়, তবে বহু বছর পর প্রথমবারের মতো স্পনসরবিহীন জার্সি পরে খেলতে দেখা যাবে ভারতকে। বিষয়টি শুধু বিসিসিআই-এর জন্যই নয়, গোটা ক্রিকেট দুনিয়ার কাছেই হবে এক অস্বাভাবিক দৃশ্য।
Read Entire Article