স্পেনের ভিসার নামে সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ

12 hours ago 2
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্পেনের ভিসার প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আদম ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার পরিবারগুলোর অভিযোগ- বিষয়টি প্রকাশ করতে চাইলে উল্টো তাদের ঘরবাড়ি ভাঙচুর করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিলঘর জারু মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আইয়ুব সরকার।  তিনি জানান, গত বছরের আগস্টে একই গ্রামের জামাল মিয়ার ছেলে তারেক মিয়াকে ইউরোপে পাঠানোর জন্য বিল্লাল হোসেনের কাছে ২৭ লাখ টাকা দেওয়া হয়। প্রথমে ভুয়া ভিসা দিয়ে তাকে স্পেনে পাঠানোর চেষ্টা করা হলেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসে। পরে সরকার পরিবর্তনের অযুহাত দেখিয়ে বিল্লাল তারেককে সৌদি আরবে পাঠান। দীর্ঘদিন পর জানা যায়, তাকে মরুভূমিতে ফেলে রাখা হয়েছে। আইয়ুব সরকার আরও অভিযোগ করেন, তিনি বিল্লালের কাছ থেকে জমি কিনলেও নির্ধারিত সময়ে রেজিস্ট্রি না করে উল্টো ওই জমি দখলে রাখতে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, মো. কবির হোসেন, আবু জামাল, হুমায়ুন কবির, মজিবুর রহমান জাকিরসহ শতাধিক এলাকাবাসী অভিযোগ করেন— বিল্লালের সহযোগী আবদুল মান্নান ও তার ভাইয়েরা নিজেরাই ঘরবাড়ি ভেঙে সাজানো মামলা করছে। ভুক্তভোগীদের হয়রানি না করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জারু মার্কেটে এসে শেষ হয়। সেখানে বিল্লাল হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাটি আমাদের কানে এসেছে। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যা পাওয়া যাবে, তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বিল্লাল হোসেন বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার ঘনিষ্ঠ আত্মীয় মান্নান মিয়ার মুঠোফোনেও একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
Read Entire Article