স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপির নীরব
ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব। সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর কার্যালয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রথম দিকে ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি।
ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব।
সোমবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর কার্যালয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম দিকে ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি।
What's Your Reaction?