স্বপ্ন কখনো সহজ পথে ধরা দেয় না

3 hours ago 4

দাঁড়িয়ে আছি নর্ডিক অঞ্চলের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স ‌‌‘মল অফ স্ট্রবেরি এরিনায়’, যেখানে কয়েক মুহূর্তের মধ্যেই মঞ্চে উঠবেন বিশ্বখ্যাত শিল্পী এড শিরান। বিশাল জনসমুদ্র, আলোর ঝলকানি আর উৎসবমুখর আবহে হঠাৎ থেমে গিয়ে আমি ভাবছি—কী আশ্চর্য এক যাত্রা! এই এরিনার মালিক পেটার স্টর্ডালেন।

তিনি নরওয়ের ছোট্ট শহর পোরসগ্রুনে জন্মেছিলেন, যেখানে তার শৈশব কেটেছিল একেবারেই সাধারণ পরিবেশে। পরিবারের আয়ের বড় অংশ নির্ভর করত মৌসুমি ফল বিক্রির ওপর। ছোট্ট একটি টেবিল, কয়েক বাক্স টাটকা স্ট্রবেরি আর বাবার অক্লান্ত পরিশ্রম—এই ছিল তার শুরুর পৃথিবী। কিন্তু সেই টেবিলের পাশে বসে পেটার শিখেছিলেন জীবনের অমূল্য পাঠ। তার বাবা সবসময় বলতেন: ‘যে স্ট্রবেরি তোমার আছে, সেটাই বিক্রি করো।’

এ কথার গভীরতা তখন হয়তো একেবারে বোঝেননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছেন—যা নেই তা নিয়ে হাহাকার নয়, বরং যা আছে তাই দিয়েই শুরু করতে হয়। সেটিই হলো সাফল্যের মূল সূত্র।

এই শিক্ষা আঁকড়ে ধরেই স্টর্ডালেন একটা সময় হয়ে ওঠেন হোটেল, রিয়েল এস্টেট, সংস্কৃতি ও বিনোদন জগতের এক অগ্রগণ্য ব্যবসায়ী। তার অদম্য পরিশ্রম, ঝুঁকি নেওয়ার সাহস এবং সৃজনশীলতা মিলিয়ে তিনি গড়ে তোলেন ‘‘Strawberry Group’’—যার অধীনে আজ শতাধিক হোটেল, অসংখ্য সাংস্কৃতিক উদ্যোগ এবং এই দৃষ্টিনন্দন মল অফ স্ট্রবেরি। শুধুই ব্যবসায় নয়, তিনি পরিচিত হয়েছেন সমাজসেবী ও পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবেও। আর আজ আমি দাঁড়িয়ে আছি সেই স্বপ্নের বাস্তব রূপে—যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে আনন্দ আর সংস্কৃতির মহোৎসবে।

এড শিরান: অন্য এক অনুপ্রেরণার গল্প

আজ এই এরিনার মঞ্চে গাইছেন এড শিরান। সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি আজ কিংবদন্তি, কিন্তু তার শুরুটিও ছিল একেবারেই সাধারণ। ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স শহরের ছেলে এড প্রথমদিকে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গান গাইতেন। বন্ধুর বাড়িতে রাত কাটাতেন, ছোট ছোট ভেন্যুতে ঘণ্টার পর ঘণ্টা পারফর্ম করতেন। অনেকে তাকে গুরুত্বই দিত না, অনেক সময় উপহাস করত।

কিন্তু তিনি থামেননি। নিজের লেখা গান, মাটির কাছাকাছি আবেগ আর সত্যিকারের সুর নিয়ে এগিয়ে গেছেন। সেই ছোট ছোট ভেন্যুর গান আজ রূপ নিয়েছে আন্তর্জাতিক অ্যালবামে। তার “Shape of You”, “Perfect”, “Thinking Out Loud”—এমন অসংখ্য গান কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছে, ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে।

অনুপ্রেরণার সেতু

পেটার আর এড—দু’জনের গল্প ভিন্ন হলেও শিক্ষা একটাই। শুরু করো তোমার হাতের যা আছে তা দিয়েই। অল্প থেকে বড় হওয়া যায়, ছোট পদক্ষেপ থেকেই তৈরি হয় বিরাট যাত্রা।

আজ আমি এই এরিনায় দাঁড়িয়ে যখন চারপাশ দেখি, মনে হয়—স্বপ্ন কখনো সহজ পথে ধরা দেয় না। পথে থাকে অসংখ্য বাধা, হতাশা, ব্যর্থতা। কিন্তু চেষ্টা, অধ্যবসায় আর বিশ্বাস থাকলে একদিন তুমিও দাঁড়াতে পারবে তোমার নিজের *মল অফ স্ট্রবেরি এরিনায়*—যেখানে তোমার গল্প বলবে অন্য কেউ, আর তোমার জীবন হয়ে উঠবে অনুপ্রেরণা অন্যদের জন্যও।

রহমান মৃধা
গবেষক ও লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন [email protected]

এমআরএম/এমএস

Read Entire Article