স্বজনদের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফিরোজ। পাঁচ বছর আগে পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন। কিন্তু সে স্বপ্ন শেষ পর্যন্ত রয়ে গেল অপূর্ণ। রোববার (৩১ মে) লাশ হয়ে দেশে ফিরেছেন তিনি।
ফিরোজের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
পরিবার সূত্র জানায়, ফিরোজ মালয়েশিয়ার একটি ফার্মে কাজ করতেন। দীর্ঘদিনের কষ্ট আর সংগ্রামের পর পরিবারে একটু একটু করে সচ্ছলতা ফিরছিল। কিন্তু সেই সুখ বেশিদিন টিকলো না। ২৫ মে ফার্মে কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি আরামডাঙ্গায়। সন্ধ্যায় মরদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।
হুসাইন মালিক/আরএইচ

4 months ago
10









English (US) ·