স্বাগতিকদের অম্লমধুর দিন

2 hours ago 3
রিকার্ভ নারী বিভাগে বাংলাদেশ ছিল উজ্জ্বল, পুরুষ বিভাগে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে; কম্পাউন্ড ডিভিশন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ ঘটাতে পারেননি তীরন্দাজরা। তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ মিশ্র অনুভূতির এক দিন অতিবাহিত করল। নারীদের রিকার্ভ একক ইভেন্টে আলো ছড়িয়েছেন লাল-সবুজদের চার তীরন্দাজই। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরোনোর পথে সোনালি রায় ৬-৫ সেট পয়েন্টে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে হারিয়েছেন। সীমা আক্তার শিমু ৬-৪ ব্যবধানে হারিয়েছেন একই দেশের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে। ইতি খাতুনের জয়টা সীমা আক্তারের মতো ৬-৪ সেট পয়েন্টে, প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরা। মনিরা আক্তার ৭-৩ সেট পয়েন্টে চীনের কাই উফেংকে হারিয়েছেন। রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে সোনালি খেলবেন দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির বিপক্ষে। শিমুর প্রতিপক্ষ ভারতের অঙ্কিতা ভাকাত। ইতির প্রতিপক্ষও ভারতীয়, অংশিকা কুমারী। মনিরা লড়বেন মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার বিপক্ষে। এদিনের খেলা শেষে ইতি খাতুন বলছিলেন, ‘আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল ভালো করার। আমরা কেউ কোনো চাপ নিইনি। নিজেদের মাঠে খেলা। ফেডারেশনের পক্ষ থেকেও আমাদের কোনো চাপ দেওয়া হয়নি। আমরা খেলা উপভোগ করতে চেয়েছি। সামনের রাউন্ডগুলোতে একই ধারায় থাকতে চাই।’ রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাই পাওয়া রাকিব মিয়া চায়নিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগের মুখোমুখি হবেন। আব্দুর রহমান আলিফও দারুণ লড়াইয়ের পর মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দির বিপক্ষে ৬-৫ ব্যবধানে জিতেছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো। বাই পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ভিয়েতনামের লে কুয়োক ফংয়ের কাছে হেরেছেন ৬-৪ সেট পয়েন্টে। বাই পাওয়া রামকৃষ্ণ সাহা রাউন্ড অব সিক্সটিনের লড়াই শুরু করবেন আজ। প্রতিপক্ষ হিসেবে আছেন সাগর ইসলামকে হারিয়ে আসা লে কুয়োক ফং। কম্পাউন্ড পুরুষ এককে ১/২৪ রাউন্ড থেকে ঝরে গেছেন তিন স্বাগতিক আরচার। সৌদি আরবের আলি রেজা আলবাকামির কাছে ১৪৩-১৩৫ স্কোরে হেরেছেন নাওয়াজ আহমেদ রাকিব। ভিয়েতনামের এনগুয়েন এনগক ডুংয়ের কাছে ১৪৪-১৪৩ পয়েন্টে হেরেছেন সোহেল রানা। হংকংয়ের ই তাই ওয়াই ডেভিডের কাছে ১৪৩-১৪১ পয়েন্টে হেরে ছিটকে গেছেন আশিকুজ্জামান। এ রাউন্ডে বাই পাওয়া হিমু বাছাড় প্রথম পরীক্ষায় নামবেন আজ—১/১৬ রাউন্ডে তার প্রতিপক্ষ ভুটানের গাইতসে তেশিতুম। কম্পাউন্ড নারী এককে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের চার আরচারের মধ্যে গতকাল মিথিলা আক্তার সৌদি আরবের কাবি রাঘাদ ইসমাইলের কাছে ১৩৯-১৩৮ পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন। এই ইভেন্টে বাংলাদেশের বাকি তিন তীরন্দাজ বাই পেয়ে ১/১৬ রাউন্ডে উন্নীত হয়েছেন। আজ কুলসুম আক্তার খেলবেন ইরানের ফাতিমা বাঘেরির বিপক্ষে। পুষ্পিতা জামানের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যা আক্তার খেলবেন আরেক ইরানি তীরন্দাজ আশেকজাহেদ ওসকুয়েই বিতার বিপক্ষে।
Read Entire Article