স্বামী ঝুলছিলেন গাছে, মাঠে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

2 months ago 8

যশোরের শার্শায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ জুন) সকালে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে মনিরুজ্জামানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, এই দম্পতির কোনো সন্তান ছিল না। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় সংসারে ছিল অভাব। এমনকি শেষ কিছুদিন ঘরে খাবারও ছিল না। মানসিক কষ্টে তারা হয়তো এই পথ বেছে নিয়েছে।

ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য এবং প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা ও অভাবের কারণে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে হত্যা করে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন, সঠিক তথ্য উদঘাটনে কাজ চলছে।

তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read Entire Article