ভারতের খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার পরিবার সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (১৯ নভেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুনমুন সেনের কন্যা রাইমা সেন ভারতীয় গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি তার মা মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশে দ্রুত রওনা দিয়েছেন।
১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে ভরত-মুনমুনের বিয়ে দেন। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এ সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা সেন। জানা যায়, এর কারণে নাকি তিনি এক বছর তাদের সঙ্গে কথা বলেননি। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য দূর হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনো স্বামীর সমর্থন পেয়েছিলেন এ অভিনেত্রী। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর তারা কাটিয়ে দিয়েছেন।
এমএমএফ/জেআইএম