স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

2 weeks ago 18

রাজধানীর পল্লবী থানার একটি বাসায় কীটনাশক পানে শিরীন আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. নাজমুল সাকিব বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে আমার ওপর অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরে থাকা তেলাপোকা মারার কীটনাশক পান করেন। অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর

Read Entire Article