স্বামীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস গৃহবধূর

3 months ago 11

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকার একটি বাসায় মৌমিতা আক্তার মৌ (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উত্তর বাড্ডার ময়নারবাগ হোসেন মার্কেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, আমরা খবর রাত সাড়ে ১১টার দিকে মালিবাগের শান্তিবাগ বি এন কে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, জানতে পেরেছি স্বামী ইমরানের সঙ্গে কলহের জেরে ওই গৃহবধূ নিজ কক্ষে গিয়ে কাঠের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিবাগের বি এন কে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূ পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশূরী এলাকার সেলিম হাওলাদারের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডার ময়নারবাগ হোসেন মার্কেট এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article