‘স্বাস্থ্য রক্ষায় খেলার বিকল্প নেই’

5 hours ago 3
স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান বলেছেন, স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মন ও স্বাস্থ্য দুটোই ভালো রাখে। মন ভালো না থাকলে লেখাপড়ায় মনোযোগী হওয়া সম্ভব নয়। লেখাপড়া না করলে জীবনে উন্নতি করা যায় না। সুতরাং জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যাবশ্যক।  শনিবার (২২ ডিসেম্বর) বরিশালের বাকেরগঞ্জে আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  ভরপাশা ইউনিয়ন সোসাইটির সভাপতি গাজী শহীদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। ভরপাশা ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর সিকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পঙ্কজ কুমার দাস, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ। 
Read Entire Article