আওয়ামী লীগ স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বি.টা.ক মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
রহমাতুল্লাহ বলেন, সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতে সাংবিধানিক অধিকার হিসেবে রাষ্ট্রের দায়িত্ব থাকলেও সে দায়িত্ব এখনো নিশ্চিত হয়নি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতসহ মানুষকে শতভাগ সেবা দেওয়ার মধ্য দিয়ে দেশ অনেকদূর এগিয়েছিল। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চিকিৎসা সেবাকে দলীয় বিবেচনায় লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছিল।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের চিকিৎসার নামে সরঞ্জামাদি ক্রয় না করেই হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করেছে। সরকারি হাসপাতালগুলোকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ করে দেয় জনগণ, তাহলে এই দেশের সন্তানরা আর বিদেশে যাবে না, তারা দেশকেই উন্নত করবে।
তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা হবে। যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করতে পারে না, তাদেরকে রাষ্ট্রের খরচে চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করবেন তারেক রহমান।
শরীরচর্চা ও খেলাধুলাও আওয়ামী লীগের দলীয়করণ থেকে পিছিয়ে ছিল না বলে মন্তব্য করে আবু নাসের বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দলীয় বিবেচনায় ক্রীড়াক্ষেত্র পরিচালনা করার কারণে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে তারা ছাত্রলীগ-যুবলীগের অপকর্মের আস্তানায় পরিণত করেছিল।
তিনি বলেন, খেলোয়াড়দেরকেও দলীয় বিবেচনায় সুযোগ করে দেয়ার কারণে অনেক মেধাবী খেলোয়াড় সুবিধাবঞ্চিত হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে যুবসমাজ যাতে প্রকৃত শরীরচর্চায় মনোযোগী হতে পারে, সেই ব্যবস্থা করা হবে।
২৯ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সদস্য সচিব গোলাম কিবরিয়া মুন্নার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জাহিদুল রহমান রিপন (সদস্য, মহানগর বিএনপি), কাজী শহিদুল ইসলাম (সাবেক কাউন্সিলর, ২৯ নম্বর ওয়ার্ড) নুরুল ইসলাম সেলিম (আহ্বায়ক, ২৯ নং ওয়ার্ড যুবদল), মিলন চৌধুরী (যুগ্ম আহ্বায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দল), সজল কাজী (সহসভাপতি, জেলা ছাত্রদল) ওবায়দুল ইসলাম উজ্জ্বল (সহসভাপতি, মহানগর ছাত্রদল), শ্রমিক নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বরিশাল ড্যাবের ডা. আতিক ও ডা. সৃজন মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। প্রথম দিনে নগরীর ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেছেন।
এদিকে চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাহাত তালুকদার৷ এ ছাড়া কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।