স্বাস্থ্যের ৪ পদে বড় পরিবর্তন

4 hours ago 2

স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক পদে নতুন করে পদায়ন করা হয়েছে অধ্যাপক ডা. খায়ের আহদে চৌধুরী ও অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে। অপর এক চিকিৎসককে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চলতি দায়িত্বে পরিচালক হিসেবে এক চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগ যোগদানকৃত অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ডা. মো. রিজওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে ডা. মো. রিজওয়ানুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছ। একই সঙ্গে জাতীয় পুষ্টি পরিষদে মহাপরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি এই পদেই ন্যস্ত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সংযুক্ত ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

Read Entire Article