স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

3 weeks ago 8

কুমিল্লার দেবিদ্বারে আনিসুর রহমান আনিস নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ফেসবুকের ওয়ালে ওয়ালে ছবিটি ছড়িয়ে পড়ে। ইয়াবা সেবনের বিষয়টি স্বীকারও করেছেন ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা।

আনিসুর রহমান উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি কক্ষে চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন আনিসুর রহমান।

এ বিষয়ে আনিসুর রহমান বলেন, ‘আমি ওষুধ হিসেবে সেবন করেছি। নির্বাচনের সময়ে রাতে যাতে ঘুম না আসে, সেজন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ দুজন মিলে আমাকে সেবন করিয়েছে। এদের কেউ একজন ছবিটি তুলেছে। পরে এ ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ আমাকে ব্ল্যাকমেল করে তিন লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেওয়ায় তারা ছবিটি ভাইরাল করেছে।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে ব্ল্যাকমেল করেছে কুমিল্লা আদালতে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদক সেবনের মৌখিক অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

Read Entire Article