ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা নানা ইস্যুকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারই ইন্ধনে ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার ওপর আঘাত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনাকে আর বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসিত করতে দেওয়া হবে না। যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, যুবদল তাদের প্রতিহত করবে। এ দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা সফল হবে না।
দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমরা দীর্ঘকাল ধরে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি। এই ইস্যুতে কাউকে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে যুবদল রাজপথে থাকবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। সুতরাং মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। সংগঠনবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী, নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, থানা যুবদলের আহ্বায়ক মিজান বেপারী, সদস্য সচিব কে এম চঞ্চল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।