স্যাঁতস্যাঁতে দোকানে পাগলি জান্নাতের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যা

1 month ago 15

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী জান্নাতুল ফেরদৌস মা হয়েছেন। নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ প্রথম লেনের একটি নির্মাণাধীন দোকানে সন্তান প্রসব করেন ওই নারী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথিবীর আলো দেখা ফুটফুটে শিশুটির বাবার পরিচয় নিয়ে শহরজুড়ে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নামের ওই মানসিক ভারসাম্যহীন নারীকে দুইমাস আগে গর্ভবতী অবস্থায় লাইজু বেগম নামে এক নারী আশ্রয় দেন। তখন থেকেই এই পাগলীর থাকা-খাওয়া নিশ্চিত করাসহ তার খোঁজ খবর নিতেন তিনি। তখন লাইজু বেগম জানান, জান্নাতের যদি কন্যা সন্তান হয় তাহলে তিনি সেই বাচ্চার দায়িত্ব নিবেন।

সোমবার জান্নাত সন্তান প্রসবের পর স্থানীয়রা সকলে লাইজু বেগমকে নবজাতকের দায়িত্ব দেন। পরে লাইজু বেগম নবজাতক এবং ওই নারীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। লাইজু বেগম লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী সিরাজ খানের মেয়ে।

jagonews24

লাইজু বেগম বলেন, আমি গত দুই মাস যাবত জান্নাতুল ফেরদৌসের তদারকি করছি। কাল জান্নাতুল একটি কন্যা সন্তান প্রসব করেছে। আমি এই সন্তানটিকে আমার মেয়ের পরিচয়ে বড় করতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। সেখানে আমাদের প্রবেশন অফিসার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গেছেন। তারা বিস্তারিত জানালে আমরা ডিসি স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

Read Entire Article