স্যান্ডউইচ ছুড়ে মারায় সরকারি আইনজীবী গ্রেপ্তার

1 week ago 9

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার ঘটনায় এক সরকারি আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাড়া ফেলেছে। খবর বিবিসির।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি শন চার্লস ডান। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) ক্রিমিনাল ডিভিশনের একটি অফিসে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার ভিডিও প্রকাশের পরই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ডানের বিরুদ্ধে গুরুতর আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ডান রোববার এক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারেন। ভিডিওতে দেখা গেছে, তিনি এজেন্টদের উদ্দেশ্যে গালি দিচ্ছেন এবং বলেন, তোমরা এখানে কেন? আমি চাই না তোমরা আমার শহরে থাক। এরপর তিনি রাস্তাটি পেরিয়ে স্যান্ডউইচ ছুড়ে মারেন এবং পালিয়ে যান। গ্রেপ্তারের পর ডান পুলিশের কাছে স্বীকার করেছেন, আমি করেছি। আমি স্যান্ডউইচ ছুড়ে দিয়েছি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি জানলাম যে অভিযুক্ত ব্যক্তি ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করতেন, কিন্তু এখন আর নয়। তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং গুরুতর আক্রমণের অভিযোগে চার্জ করা হয়েছে।

ডান ডিওজের আন্তর্জাতিক বিভাগের ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরোও ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি এটা মজার মনে করেছিলেন, কিন্তু এখন বিষয়টি মোটেই মজার নয়। তাকে আক্রমণের অভিযোগে চার্জ করা হয়েছে।

অস্বাভাবিক এ ঘটনার কারণে অনলাইনে নানা রকম মজা ও জোকস ছড়িয়ে পড়েছে।

Read Entire Article