স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

1 day ago 5
স্যামসাংয়ের নতুন টিভি ও মনিটরে এবার যুক্ত হচ্ছে মাইক্রোসফটের এআই চ্যাটবট ‘কোপাইলট’। এই নতুন সুবিধা ব্যবহার করে আপনি শুধু টিভি শো বা সিনেমা খুঁজে চালু করতে পারবেন না, চাইলে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্যও জেনে নিতে পারবেন—একেবারে কথা বলে! আরও পড়ুন : গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালে স্যামসাংয়ের কয়েকটি নির্দিষ্ট মডেলে এই সুবিধা পাওয়া যাবে। যেসব টিভিতে এই সুবিধা আসছে, সেগুলো হলো: মাইক্রো আরজিবি, নিও কিউএলইডি, ওএলইডি ও দ্য ফ্রেম প্রো। আর মনিটরের মধ্যে এম৭, এম৮ ও এম৯ সিরিজে কোপাইলট ব্যবহার করা যাবে। কোপাইলট মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ। টিভির রিমোটের মাইক্রোফোন অন করে যখন এই অ্যাপ চালু করবেন, তখন পর্দায় একটি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে—যার সঙ্গে কথা বলেই আপনি পছন্দের কনটেন্ট খুঁজে নিতে পারবেন। শুধু নাম ধরে কিছু চালু নয়, চাইলে আপনি নির্দিষ্ট ধরনের কনটেন্ট যেমন—কমেডি, রোমান্টিক বা থ্রিলার—এসবও খুঁজে পেতে পারেন। মজার বিষয় হলো, কোপাইলট একসঙ্গে একাধিক দর্শকের চাহিদা বুঝেও সাজেশন দিতে পারবে। যেমন, কেউ যদি রোমান্টিক সিনেমা দেখতে চায়, তাহলে সে অনুযায়ী সিনেমা সাজেস্ট করবে এবং সেই সিনেমা বা অভিনেতা-পরিচালক সম্পর্কে তথ্যও দেবে। এমনকি আবহাওয়ার খবরও জানতে পারবেন কোপাইলটের মাধ্যমে। আরও পড়ুন : ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায় প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই এখন টিভির জন্য নতুন কিছু না, বরং সময়ের দাবি। কনটেন্ট খোঁজা ও বেছে নিতে জেনারেটিভ এআই অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। শুধু মাইক্রোসফট নয়, গুগলও একই পথে হাঁটছে—তারা এরই মধ্যে গুগল টিভি ও অ্যান্ড্রয়েড অটোতে নিজেদের এআই সিস্টেম ‘জেমিনি’ চালুর ঘোষণা দিয়েছে। তথ্যসূত্র: ম্যাশেবল
Read Entire Article