সড়ক দুর্ঘটনায় আহত যুবশক্তির আহ্বায়ক তারিকুল

4 months ago 63

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বুধবার (৪ জুন) রাতে ঢাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তারিকুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নেছার উদ্দিন নামে একজন আহত অবস্থার কয়েকটি ছবি শেয়ার করে জানান, দুর্ঘটনায় তারিকুল ইসলামের ডান চোখের পাশে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার চোখের পাতায় ৪টি সেলাই করেন। তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

গত ১৬ মে গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এতে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং ডা. জাহিদুল ইসলামকে সদস্যসচিব করা হয়।

এনএস/কেএসআর

Read Entire Article