সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

1 month ago 35

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকদল নেতা শেখ রাসেল মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রাসেল মিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাসেল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক তাঁতকুড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাদ মুন্সী শাহী কালবেলাকে বলেন, কৃষকদল নেতা শেখ রাসেল মিয়ার অকালমৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে সাতুতী গ্রামে তার মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে।

গৌরীপুর থানার ওসি মির্যা মাযহারুল আনোয়ার কালবেলাকে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article